Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই নীতিমালা অনুযায়ী, ভোটের দিন সাংবাদিকেরা যাতায়াতের জন্য মোটরসাইকেল ব্যবহারের অনুমোদন পাবেন এবং তাঁরা সরাসরি ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন।

নীতিমালায় স্পষ্টভাবে বলা হয়েছে, কোনোভাবেই তাঁরা গোপনকক্ষের ছবি তুলতে পারবেন না।

বুধবার ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত ‘নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা, ২০২৫’ জারি করা হয়। এই নীতিমালা অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার পাশাপাশি গণমাধ্যমকর্মীদের কাজের সুযোগ ও সীমাবদ্ধতা নির্ধারণ করবে।

নীতিমালা অনুযায়ী, ভোটকক্ষ থেকে সাংবাদিকদের সরাসরি সম্প্রচার ও গোপনকক্ষের ভেতরে ছবি তোলায় মানা রয়েছে। নির্বাচনের এক সপ্তাহ আগে আবেদনের মাধ্যমে সংশ্লিষ্টদের সাংবাদিক পাস কার্ড, গাড়ি ও মোটরসাইকেলের স্টিকার দেবে ইসি সচিবালয় ও রিটার্নিং কর্মকর্তা।

সংসদ ও স্থানীয় নির্বাচনের জন্য এ নীতিমালা অনুযায়ী অনুমোদিত প্রিন্ট, টেলিভিশন, অনলাইন নিউজ পোর্টাল, আইপিটিভি, ফ্রিল্যান্স সাংবাদিক, আন্তর্জাতিক সংস্থা, বিদেশি সাংবাদিকদের কার্ড ও গাড়ির স্টিকার দেওয়া হবে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে এ নীতিমালা জারি করা হলেও স্থানীয় সরকারের জেলা, উপজেলা, ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনেও একই নীতিমালা প্রযোজ্য হবে।

কী করা যাবে, কী করা যাবে না—

> ভোটের সময় বৈধ কার্ডধারী সাংবাদিক সরাসরি ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন।

> পরে প্রিসাইজিং অফিসারকে অবহিত করে তথ্য, ছবি ও ভিডিও নেবেন।

> গোপনকক্ষের ছবি তোলায় বারণ।

> একসঙ্গে দুটির বেশি প্রতিষ্ঠানের কর্মী ভোটকক্ষে যাবেন না।

> ১০ মিনিটের বেশি থাকতে পারবেন না।

> ভোটকক্ষে সাক্ষাৎকার নেওয়া যাবে না।

> ভোটকক্ষের ভেতর থেকে সরাসরি সম্প্রচার করা যাবে না।

> ভোটকেন্দ্রে সরাসরি সম্প্রচার করতে হলে ভোটকক্ষ থেকে নিরাপদ দূরত্বে করতে হবে।

> ভোট গণনার সময় থাকতে পারবে, ছবি তোলা যাবে; কিন্তু সরাসরি সম্প্রচার করা যাবে না।

> ভোটকক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করা যাবে না।

আরআই/মানবকণ্ঠ