Image description

বান্দরবানের লামা উপজেলার মিরিঞ্জা ভ্যালি ডেঞ্জার হিল রিসোর্টের কটেজ থেকে বুধবার (২৩ জুলাই) এক পর্যটকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আনোয়ার হোসেন (৪৭) ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বাসিন্দার আবু তাহেরের ছেলে।

বুধবার সকাল ১০ টার দিকে রিসোর্টের স্টাফ সাজ্জাতুর রহমান ও রিফাত নাস্তা দিতে গিয়ে কটেজের দরজা বন্ধ দেখতে পান। পরে বেড়ার ফাঁক দিয়ে কটেজের রুমের ভেতরে উঁকি দিয়ে একটি ঝুলন্ত লাশ দেখতে পেয়ে ম্যানেজারকে জানান। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়।

রিসোর্ট সূত্রে জানা যায়, পর্যটক আনোয়ার হোসেন গত ২১ জুলাই সকালে ১০ টার দিকে লামা রিসোর্টে যায়। গত দুদিন সে রুম ভাড়া নিয়ে রিসোর্টে একটি কটেজে অবস্থান করেন। 

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানান, রিসোর্টের ১২ নম্বর কটেজ থেকে গলায় ফাঁস লাগানো মৃত অবস্থায় আনোয়ার হোসেনকে উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

লামা থানার ওসি তোফাজ্জল হোসেন বলেন, খবর পেয়ে কটেজে গিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় একজনের লাশ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা হিসেবে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।