
অভিনেতা শাকিব খান সম্প্রতি তার ইনস্টাগ্রামে ১১ বছর আগের এবং বর্তমান সময়ের দুটি ছবি পোস্ট করে নিজের চলচ্চিত্র জীবনের উত্থান-পতনের স্মৃতিচারণ করেছেন। বুধবার তিনি লিখেছেন যে, গত ১১ বছরে শেখা প্রতিটি অধ্যায়, উত্থান-পতন, সবকিছুই তাকে আরও শক্তিশালী করেছে। দীর্ঘ ২৬ বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে প্রায় দুই দশক ধরে বাংলা সিনেমাকে শাসন করে আসছেন এই তারকা।
শাকিব খান তার পোস্টে বলেন, তার এই পথচলা মোটেও সহজ ছিল না। তিনি লিখেছেন, "হার মানিনি, কারণ প্রতিটা ভুল আমাকে শিখিয়েছে। পিছিয়ে পড়িনি, কারণ প্রতিটা ব্যর্থতা আমাকে গড়ে তুলেছে।" তিনি আরও যোগ করেন, যখন পৃথিবী বলেছে 'পারবে না', তিনি তখন বলেছেন 'দেখে নিও'। সময় বারবার পরীক্ষা নিলেও তিনি থামেননি।
করোনা-পরবর্তী সময়ে দর্শক নতুন এক শাকিব খানকে পেয়েছেন, যাকে অনেকে 'শাকিব খান ২.০' হিসেবে দেখছেন। হিমেল আশরাফ পরিচালিত 'প্রিয়তমা' সিনেমার মাধ্যমে তিনি সিঙ্গেল স্ক্রিন থেকে শুরু করে সিনেপ্লেক্স ও মাল্টিপ্লেক্স—সব ধরনের দর্শকের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন। এরপর তার 'প্রিয়তমা', 'তুফান' ও 'বরবাদ'-এর মতো সিনেমাগুলো বিদেশেও বাংলা সিনেমার নতুন দিগন্ত উন্মোচন করে।
শাকিব খান তার এই পথচলাকে নির্ভুল না বললেও, প্রতিটি পদক্ষেপকে মূল্যবান হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, এই পথচলায় তিনি নিজেকে নতুনভাবে খুঁজে পেয়েছেন এবং তার এই গল্প এখনও চলছে।
জানা গেছে, শিগগিরই শাকিব খান 'সোলজার' নামে একটি নতুন সিনেমার শুটিং শুরু করবেন, যা ঈদ ছাড়া মুক্তি পাবে। এরপর তিনি ঈদুল ফিতরের জন্য 'প্রিন্স' নামে আরেকটি ছবির শুটিং শুরু করবেন।
Comments