Image description

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজের আশঙ্কার কথা জানিয়েছেন জনপ্রিয় লোকসংগীতশিল্পী কুদ্দুস বয়াতি। রোববার ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, "মারামারি, কাটাকাটি দেখে মনে হচ্ছে, ফেব্রুয়ারি আসতে আসতে দেশের ছাল, চামড়া কিছুই থাকবে না।"

তার এই পোস্টে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। পোস্টটিতে ২৫ হাজারেরও বেশি রিঅ্যাকশন পড়েছে এবং ১,২০০ জন এটি শেয়ার করেছেন। সেখানে প্রায় ১,৮০০ জন মন্তব্য করেছেন। 

একজন ব্যবহারকারী ফারুক ইসলাম মন্তব্য করেছেন, "আমি কিছু বলব না আমার মুখ বন্ধ করে রাখব, যা বলার আপনারা সবাই বলে যান আমি দেখি।" আরেক ব্যবহারকারী মো. সাজেদুল ইসলাম শুভ লিখেছেন, "হুম্ম ভাই ফেব্রুয়ারিতে ইলেকশন এ আল্লাহ তায়ালার ফেরেশতা ক্ষমতায় আসবেন। তখন দেশে শান্তি আর শান্তি।"