Image description

হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর জটিল একটি অস্ত্রোপচার করতে হবে জানিয়েছেন চিকিৎসকেরা। 

রোববার সন্ধ্যা ৭টায় স্কয়ার হাসপাতালের একজন শীর্ষ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই কর্মকর্তা বলেন, ‘উপদেষ্টা ফারুকীর চিকিৎসায় একটি বোর্ড গঠন করা হয়। শনিবার বিকেল সাড়ে ৩টায় বোর্ডের সভায় জানানো হয়, উপদেষ্টা অ্যাপেন্ডিসাইটিসের ব্যথায় ভুগছেন। তার অস্ত্রোপচার জরুরি। আজ রাতেই তা হতে পারে।’

এছাড়া উপদেষ্টার আর কোনো জটিলতা নেই বলেও জানান তিনি।

এর আগে শনিবার কক্সবাজারে গিয়ে অসুস্থ হয়ে পড়েন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। পরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় আনা হয়।