Image description

ইলিশের ভরা মৌসুম চললেও এ বছর বাজারে এই রুপালি মাছের দেখা মিলছে না বললেই চলে। আর যা কিছু পাওয়া যাচ্ছে, তার দাম এতটাই চড়া যে তা মধ্যবিত্তের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। সরকারি দপ্তরও ইলিশের দামকে 'অস্বাভাবিক' বলে মন্তব্য করেছে। বাজারে ইলিশের সরবরাহ কম, চাঁদাবাজি এবং ডিজেলের দাম বৃদ্ধির মতো কয়েকটি কারণকে এই উচ্চমূল্যের জন্য দায়ী করা হচ্ছে।

ঢাকার খুচরা ও পাইকারি বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন, ৫০০-৬০০ গ্রাম ওজনের একটি ইলিশের দাম বর্তমানে ১০০০-১২০০ টাকা, যা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। ৭০০-৮০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৮০০-১৯০০ টাকায়, যা গত বছর এক হাজার টাকার মধ্যে পাওয়া যেত। এছাড়া, ৮০০-৯০০ গ্রাম ওজনের ইলিশের কেজিপ্রতি দাম ২০০০-২৩০০ টাকায় পৌঁছেছে।

কারওয়ান বাজারের একজন ক্রেতা তার হতাশা প্রকাশ করে বলেন, "ছেলে-মেয়ে ইলিশ খেতে চায়, কিন্তু আমার সামর্থ্য নেই। দাম কমার অপেক্ষায় আছি।" বিক্রেতারাও এই পরিস্থিতি নিয়ে অস্বস্তিতে আছেন। ইলিশ বিক্রেতা হাফিজ উদ্দিন জানান, সরবরাহ কম হওয়ায় তাদেরকেও দ্বিগুণ দামে ইলিশ কিনতে হচ্ছে, যার ফলে বিক্রি প্রায় কমে গেছে।

এদিকে, পশ্চিমবঙ্গের ‘ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’ আগামী সেপ্টেম্বরের দুর্গাপূজা উপলক্ষে ইলিশ আমদানির অনুমতি চেয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে চিঠি পাঠিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হবে কিনা, তা নিয়ে বর্তমানে পর্যালোচনা চলছে।