Image description

গত ২৪ ঘণ্টায় দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ১৬৬ জনসহ মোট ১ হাজার ৯৯১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার পুলিশ সদর দপ্তরের এআইজি এ.এইচ.এম. শাহাদাত হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়াও, অন্যান্য ঘটনায় আরও ৮২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

অভিযান চলাকালীন, পুলিশ শটগানের ৯ রাউন্ড গুলি, ৬টি চাপাতি, ৮টি ছুরি, ২টি দা, ১টি চাইনিজ কুড়াল, ১৩টি কার্তুজ, ৪টি ছোরা, ১টি হাসুয়া এবং ১টি সামুরাই কিরিছ উদ্ধার করেছে।