Image description

খুলনা নগরীর মহেশ্বরপাশা এলাকায় আলামিন নামের এক যুবককে গুলি করে এবং কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ রোববার রাত ৯টার মহেশ্বরপাশা উত্তর বণিকপাড়া এলাকার খানাবাড়ি সড়কে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, মৃত্যু নিশ্চিত করতে দুর্বৃত্তরা নিহতের গলা কেটে ফেলে। ঘটনাস্থল থেকে কয়েকটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। নিহত আলামিন মহেশ্বরপাশা দিঘির পূর্বপাড় এলাকার শাহেদ আলীর ছেলে। তিনি পেশায় একজন ঘের ব্যবসায়ী।

দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম বলেন, একটি মোটরসাইকেল এবং গলা কাটা অবস্থায় এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবককে মৃত দেখতে পান। 

তিনি আরও বলেন, ধারলো অস্ত্র দিয়ে ওই যুবকের গলা কাটা হয়েছে। মাথাটি শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন অবস্থায় ছিল। আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। সিআইডি, পিবিআইসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

প্রসঙ্গত, গত ১১ জুলাই মহেশ্বরপাশা পশ্চিমপাড়ায় গুলি করে মাহাবুবুর রহমান মোল্লা নামের এক যুবদল নেতাকে হত্যা করে দুর্বৃত্তরা। মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে তার পায়ের রগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।