Image description

কুষ্টিয়ার দৌলতপুরে বজ্রপাতে দুই কৃষকের ১১টি মহিষের মৃত্যু হয়েছে। পুঁতে ফেলা সম্ভব না হওয়ায় মৃত মহিষগুলো নদীতে ভাসিয়ে দেন ভুক্তভোগী কৃষক। 

শনিবার দিবাগত রাতে উপজেলার সীমান্তসংলগ্ন চিলমারী ইউনিয়নের বাংলাবাজার উদয়নগর পদ্মা নদীর চর এলাকায় এ ঘটনা ঘটে। 

ক্ষতিগ্রস্ত কৃষক ও স্থানীয়রা জানান, বাংলাবাজার এলাকার উদয়নগর মাঠে বাথানের মহিষ চরানো হচ্ছিল। শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে স্থানীয় নবীর উদ্দীন ঘোষের ১০টি ও এলাহী ঢালীর একটি মহিষ মারা যায়। এ সময় আরও কয়েকটি মহিষ অসুস্থ হয়ে পড়ে। এ ঘটনায় কোনো মানুষ হতাহত হয়নি।

মহিষ মালিক নবীর উদ্দিন ঘোষ বলেন, তাদের বাথানে প্রায় ৩০০ মহিষ আছে। রোববার ভোরে বজ্রপাতে তাদের ১১টি মহিষ মারা যায়। 

দৌলতপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহামুদুল ইসলাম বলেন, বজ্রপাতে মারা যাওয়া মহিষের বাজারমূল্য প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকা।