
জাপানে একটি ম্যানহোলে পড়ে চার শ্রমিকের মৃত্যু হয়েছে। রাজধানী টোকিওর উত্তরে সাইতামা প্রিফেকচারের গিয়োদা শহরে শনিবার এ দুর্ঘটনা ঘটে।
রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এনএইচকের বরাতে আজ রোববার আল জাজিরা এক প্রতিবেদেন এসব তথ্য জানিয়েছে। প্রতিবেদন বলছে, একজন পড়ে গেলে বাকিরা তাকে বাঁচানোর চেষ্টা করতে যান। চারজনেরই মৃত্যু হয়।
মারা যাওয়া শ্রমিকদের বয়স ৫০ এর মতো। ওই চার শ্রমিকসহ অন্যরা একটি পয়ঃনিষ্কাশন পাইপ পরিদর্শন করছিলেন।
নগর কর্মকর্তারা বলছেন, গত জানুয়ারিতে এক সড়ক ধসের পর কেন্দ্রীয় সরকার পৌরসভাগুলোকে পয়ঃনিষ্কাশন পাইপগুলো মেরামতের নির্দেশ দিয়েছিল। এরই অংশ হিসেবে শ্রমিকেরা জরুরি পরিদর্শন করছিলেন।
পুলিশের তথ্যমতে, ম্যানহোলটি ২৪ ইঞ্চি ব্যাসের এবং ১০ মিটারের বেশি গভীর।
এলাকার অগ্নিনির্বাপণ বিভাগও এএফপিকে ঘটনাটি নিশ্চিত করেছে। এনএইচকেত তে প্রকাশিত ভিডিও ক্লিপগুলোতে ম্যানহোলের কাছে বেশ কয়েকজন জরুরি ও উদ্ধারকর্মীকে দেখা গেছে।
Comments