লাকসামে ইউএনও কাউছার হামিদের বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে বিভিন্ন সংগঠন ও শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর শহরের বাইপাস সড়ক, পৌরসভা ও উপজেলা পরিষদ ফটকের সামনে এই কর্মসূচি পালিত হয়।
লাকসাম সাংস্কৃতিক জোট, লাকসাম নারী উদ্যোক্তা সংগঠন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন ও ছাত্র-জনতা মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেন। বক্তারা বলেন, ইউএনও কাউছার হামিদ একজন সৎ, মানবিক, নির্ভীক ও ন্যায়পরায়ণ প্রশাসনিক কর্মকর্তা। লাকসামে যোগদানের পর তিনি উপজেলাকে জনকল্যাণমুখী প্রশাসনের মাধ্যমে নতুনভাবে সাজিয়েছেন। অবৈধ ও অনৈতিক কার্যক্রম কঠোরভাবে নিয়ন্ত্রণ করে তিনি ব্যাপক সুনাম অর্জন করেছেন।
বক্তারা আরও বলেন, ৯ সেপ্টেম্বর অবৈধ তদবিরের মাধ্যমে কাউছার হামিদকে বরিশাল বিভাগে বদলি করা হয়। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ স্থানীয় জনগণ তাঁর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে এই কর্মসূচি পালন করেন। তারা অবিলম্বে বদলি আদেশ বাতিলের দাবি জানান এবং অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
Comments