দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান মাসুদ সাঈদীর

জামায়াতে ইসলামীর পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও সাবেক জিয়ানগর উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়তে সকলের সহযোগিতায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে চান। তিনি পিরোজপুরের উন্নয়নে তার উদ্যোগের বিস্তারিত তুলে ধরে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় পিরোজপুর প্রেসক্লাবে জামায়াতে ইসলামীর মিডিয়া বিভাগের আয়োজনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব ও সঞ্চালনা করেন জেলা জামায়াতের প্রচার-মিডিয়া সম্পাদক সোহরাব হোসাইন জুয়েল।
মাসুদ সাঈদী বলেন, “পিরোজপুর পৌরসভা ১০০ বছরেরও পুরনো হলেও উন্নয়নের ছোঁয়া নেই। একক শাসনের নামে শোষণ করে জনগণের টাকা পকেটে ভরা হয়েছে। রাস্তাঘাট, পয়ঃনিষ্কাশন, ড্রেনেজ ও সুপেয় পানির ব্যবস্থা নেই।” তিনি জানান, পৌরসভার উন্নয়নে ৩৫০ কোটি টাকার স্কিম মন্ত্রণালয়ে জমা দিয়েছেন, যা শিগগিরই বরাদ্দ হবে। সুপেয় পানির জন্য ছয়টি পাওয়ার প্লান্টের ব্যবস্থা করেছেন, যার মোট বরাদ্দ ১৮ কোটি টাকা। এতে ৩০০-৪০০ জনের পানির চাহিদা মেটানো যাবে।
তিনি আরও বলেন, ইন্দুরকানীতে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপনের জন্য তিন একর জমি বরাদ্দ করেছেন, যা বেকারত্ব দূরীকরণে সহায়ক হবে। ইন্দুরকানী হাসপাতালকে ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করতে এবং জেনারেটরসহ সংস্কারে সাড়ে সাত কোটি টাকা বরাদ্দ করেছেন। এছাড়া, ইন্দুরকানীতে চারতলা ডাকবাংলোর জন্য ১ কোটি ৪৩ লাখ টাকা, নাজিরপুর হাসপাতাল সংস্কারে ১০ লাখ টাকা এবং নাজিরপুর থানা সংস্কারে ছয় লাখ টাকা বরাদ্দ এনেছেন।
মাসুদ সাঈদী বলেন, “আমি আমার নির্বাচনী এলাকার সকল সমস্যা সমাধানে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। ভবিষ্যতে উন্নয়নমূলক কাজ আরও বেগবান করতে চাই।”
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও পিরোজপুর জেলা আমির বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ। সমাপনী বক্তব্য দেন পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস.এম রেজাউল ইসলাম শামীম। উপস্থিত ছিলেন জামায়াতের জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, পৌর আমির মাওলানা ইছাহাক আলীসহ জেলা জামায়াতের নেতৃবৃন্দ ও প্রেসক্লাবের সাংবাদিকরা।
Comments