Image description

চুয়াডাঙ্গায় স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ১৬ জন তরুণ-তরুণী বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পেয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) রাত ৮টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলশেডে নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা, চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।

নিয়োগ প্রক্রিয়া শুরুর আগে থেকেই জেলা পুলিশের পক্ষ থেকে ডিস চ্যানেল, পত্রিকা, মাইকিং ও ফেসবুকে প্রচারের মাধ্যমে প্রার্থীদের দালাল ও প্রতারকদের ব্যাপারে সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়। পুলিশ সুপার নিজে প্রার্থীদের এ বিষয়ে সচেতন করেন। গত ১৩ আগস্ট থেকে শুরু হওয়া নিয়োগ প্রক্রিয়ায় শারীরিক মাপ, সক্ষমতা, কাগজপত্র যাচাই-বাছাইয়ের পর ২৮৪ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ৫০ জন (৪৬ পুরুষ, ৪ নারী) লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন।

মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার মাধ্যমে ১৪ জন পুরুষ ও ২ জন নারী চূড়ান্তভাবে নির্বাচিত হন। পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা জানান, নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন হয়েছে এবং কোনো অনিয়ম বা দুর্নীতি হয়নি। প্রতিটি প্রার্থীর জন্য সরকারি ফি মাত্র ১২০ টাকা খরচ হয়েছে। নির্বাচিতদের অভিনন্দন জানিয়ে তিনি তাদের বাংলাদেশ পুলিশে স্বাগত জানান।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল, যশোর) মো. আহসান হাবীব, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল, মেহেরপুর) আবদুল করিমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।