
নাটোরের লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় আব্দুর রাজ্জাক (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার নবীনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৭টার দিকে রাস্তা পার হওয়ার সময় ঈশ্বরদী থেকে লালপুরগামী একটি পিকআপ ভ্যান আব্দুর রাজ্জাককে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. মুনজুর রহমান বলেন, মাথায় গুরুতর আঘাত এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই তার মৃত্যু হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে কোনো অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Comments