
বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন অভিযোগ করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের জয়ের পেছনে ছাত্রলীগের ভোট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি বলেন, ছাত্রদলকে পরাজিত করতে ছাত্রলীগ শিবিরের সঙ্গে তাদের পুরনো বন্ধুত্ব ও গোপন সম্পর্ক কাজে লাগিয়েছে। গতকাল একটি টক শোতে ডাকসু নির্বাচনের ফলাফল প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেন।
ড. রিপন বলেন, “ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় তাদের ভোট শিবিরের দিকে গেছে। শিবিরের সঙ্গে ছাত্রলীগের দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ ও গোপন সম্পর্ক ছিল। তারা একসময় ছাত্রলীগের নামে কার্যক্রম চালিয়েছে, শেখ মুজিবের ভাস্কর্যের সামনে ছবি তুলেছে। এসব অভিযোগ সামাজিক মাধ্যমে ছবিসহ প্রকাশিত হয়েছে, যা তারা অস্বীকার করতে পারেনি।”
তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ বিএনপিকে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখে শিবিরকে সমর্থন দিয়েছে। তিনি বলেন, “ছাত্রলীগের কোনো ভোট বাক্স না থাকায় তারা শিবিরকে সাহায্য করেছে। বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হবে, তাই তারা বিএনপির পথে বাধা সৃষ্টির চেষ্টা করছে।”
Comments