
রাজনৈতিক বিশ্লেষক ও নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডা. জাহেদ উর রহমান সতর্ক করে বলেছেন, ‘আমরা শেখ হাসিনাকে টেনেহিঁচড়ে নামিয়েছি, বাংলাদেশে আবার হাসিনাগিরি দেখার জন্য নয়। এর চেয়ে মর্মান্তিক কিছু হতে পারে না।’ মঙ্গলবার (৯ আগস্ট) তার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল ‘জাহেদস টেইক’-এ প্রকাশিত এক ভিডিওতে তিনি এ মন্তব্য করেন।
ডা. জাহেদ বলেন, ‘রাজনীতি সংবিধান ও আইনের সীমার মধ্যে থাকলে তা মেনে নিতে হবে। কিন্তু আবু আলম শহীদ খানের ওপর যা হচ্ছে, তা হাসিনার সময়ের মতো আচরণ, যাকে আমি হাসিনাগিরি বলছি।’ তিনি আরও উল্লেখ করেন, ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠনের সাম্প্রতিক ঘটনায় মঞ্জুরুল আলম পান্নার বক্তব্যে আওয়ামী লীগের পক্ষে প্রচারণা ও অতিরঞ্জিত বিশ্লেষণ ছিল।
তিনি স্পষ্ট করে বলেন, এ ধরনের আচরণ দেশের রাজনৈতিক পরিবেশে অগ্রহণযোগ্য এবং এটি অতীতের স্বৈরাচারী শাসনের স্মৃতি ফিরিয়ে আনে।
Comments