
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সদস্য পদে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সাবিকুন নাহার তামান্না। তিনি ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থী ছিলেন এবং ১০ হাজার ৮৪টি ভোট পেয়েছেন। তার ব্যালট নম্বর ছিল ২০৪। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রী সংস্থার সভানেত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই তামান্নার প্রচারণা বোর্ড ভাঙচুর করা হয় এবং তার ছবি বিকৃত করে দেওয়া হয়েছিল। তবে তিনি এই বিকৃত ছবিকেই নিজের প্রচারণার হাতিয়ার হিসেবে ব্যবহার করেন। গত ২৬ আগস্ট তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছবিটি শেয়ার করে লিখেছিলেন, "স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী, আমরা থামব না।" সেই সময়ে শিক্ষার্থীরা তার ছবির বিকৃতিকে নারীর প্রতি বিদ্বেষী মনোভাবের প্রকাশ বলে প্রতিবাদ জানিয়েছিল।
বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করা হয়। এবারের ডাকসু নির্বাচনে ২৮টি পদের জন্য মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, যার মধ্যে ৬২ জন নারী প্রার্থী ছিলেন।
Comments