Image description

চোরাকারবারিদের হাত থেকে ৭০টি বিরল প্রজাতির হিরামন টিয়া উদ্ধার করা হয়েছে চুয়াডাঙ্গায়। বন বিভাগ, উপজেলা প্রশাসন এবং পুলিশের যৌথ অভিযানে সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার ডিঙ্গেদহ তেলপাম্প এলাকা থেকে এসব পাখি উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গার ‘মানবতার জন্য’ নামের একটি সামাজিক সংস্থার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, একটি অটোগাড়িতে করে প্রায় ২৫০টি টিয়া পাচার করা হচ্ছে। সংস্থাটির সভাপতি আহসান হাবিব শিপলু তাৎক্ষণিকভাবে বিষয়টি বন বিভাগ, ডিআইও-১ শফিকুর রহমান এবং সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আশীষ মোমতাজকে জানান। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই অভিযান চালানো হয়।

অভিযান চলাকালীন সময়ে পাচারকারীরা নিজেদের গাড়ি থেকে একটি খাঁচা ফেলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খাঁচাটির ভেতর ৭০টি হিরামন টিয়া পাওয়া যায়। 

সহকারী কমিশনার (ভূমি) আশীষ মোমতাজ জানান, উদ্ধার করা পাখিগুলো বন বিভাগের তত্ত্বাবধানে একটি নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়েছে।

‘মানবতার জন্য’ সংস্থার সভাপতি আহসান হাবিব শিপলু বলেন, "প্রকৃতির অলংকার পাখিদের রক্ষায় আমরা নিয়মিত অভিযান চালাই। শিকারি ও পাচারকারীদের বিরুদ্ধে সবার একসঙ্গে দাঁড়ানো উচিত।"

সংস্থাটির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক শাহিন সরকার জানান, ভাদ্র মাসে এসব টিয়া সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসে এবং পাচারকারীদের হাতে পড়ে। প্রতিটি টিয়া ৩ থেকে ৪ হাজার টাকায় বিক্রি হয়। তিনি বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ মেনে চলার জন্য সবার প্রতি আহ্বান জানান।

অভিযানে সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক ও তার দল, ডিএসবি সদস্যসহ ‘মানবতার জন্য’ সংস্থার বেশ কয়েকজন সদস্য এবং স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।