Image description

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দিন মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ক্যাম্পাসে উত্তেজনা ছড়ায় সহকারী প্রক্টর ও লোকপ্রশাসন বিভাগের শিক্ষক শেহরীন আমিন মোনামিকে কেন্দ্র করে। ছাত্রদল-সমর্থিত জিএস প্রার্থী শেখ তানভির বারী হামিমের সঙ্গে তার তীব্র বাগবিতণ্ডা হয়। মোনামি পদত্যাগের হুমকি দিলে হামিম পাল্টা বলেন, ‘আপনি পদত্যাগ করলে আমার কী?’ এ ঘটনায় ছাত্রদলের অন্য নেতাকর্মীরাও উত্তেজিত হয়ে ওঠেন।

ঘটনার পর মোনামি ফেসবুকে একটি স্ট্যাটাসে তার কষ্ট ও অবস্থান তুলে ধরেন। তিনি লেখেন, ‘আমি শুধু একজন শিক্ষক হতে চেয়েছিলাম। আমার কোনো প্রশাসনিক বা রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নেই। কিন্তু আজ আমি অভিযোগে অভিযুক্ত, হয়রানির শিকার।’ তিনি প্রশ্ন তোলেন, ‘আমি কি কখনো পক্ষপাত করেছি? আমি কি শিক্ষার্থীদের রাজনৈতিক পরিচয় জানতে চেয়েছি?’

মোনামি আরও জানান, তিনি নিরাপত্তা-ইনচার্জ হিসেবে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেছেন। তবে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে তিনি কঠোর ছিলেন, যা নিয়ে কোনো অনুশোচনা নেই। তিনি বলেন, ‘আমাকে ২১ ফেব্রুয়ারি, পহেলা বৈশাখ, ১৪ জুলাই ও ৫ আগস্টের অনুষ্ঠানের দায়িত্ব দেওয়া হয়েছিল, সবই সফলভাবে সম্পন্ন করেছি। কিন্তু আজ আমাকে প্রত্যাহার করা হলো। আমার সহকর্মীকে অশোভন আচরণের মুখোমুখি হতে হলো, কারণ তিনি আমার পাশে দাঁড়িয়েছিলেন।’

তিনি কষ্টের সঙ্গে লেখেন, ‘আমাকে ঝুঁকির কারণে প্রক্টর অফিসে ফিরতে হলো। আমার দায়িত্ব অসমাপ্ত রইল। এই কষ্ট আমি কোনোদিন ভুলব না।’ তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমরা এত সুন্দর নির্বাচন করেছো, স্বার্থান্বেষী মহলকে এটা নষ্ট করতে দিও না।’