
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ভোটের পরদিন বুধবার (১০ সেপ্টেম্বর) ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার রাতে জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, “বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।”
তিন দফা সিদ্ধান্ত পরিবর্তনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথমে ৩০ অগাস্ট এক বিজ্ঞপ্তিতে ৭ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত চার দিন ক্লাস-পরীক্ষা বন্ধের কথা বলা হয়। পরে ১ সেপ্টেম্বর সংশোধিত বিজ্ঞপ্তিতে ৭ সেপ্টেম্বরের ছুটি বাতিল করে ৮ থেকে ১০ সেপ্টেম্বর বন্ধের ঘোষণা দেওয়া হয়। সর্বশেষ গত বুধবার প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসীম উদ্দিন সংবাদ সম্মেলনে শুধু ভোটের দিন ৯ সেপ্টেম্বর বন্ধের কথা জানান। তবে, ফলাফল ঘোষণার উত্তেজনার প্রেক্ষিতে বুধবারের ছুটি পুনর্বহাল করা হয়।
মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ক্যাম্পাসের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ হয়। ভোট গণনার সময় ছাত্রদল ও ছাত্রশিবির সমর্থিত প্রার্থীদের পক্ষ থেকে পাল্টাপাল্টি অভিযোগ ওঠে। ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান অভিযোগ করেন, নীলক্ষেত, শাহবাগ ও চানখারপুলে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা জড়ো হয়েছেন। অপরদিকে, শিবির সমর্থিত জিএস প্রার্থী এস এম ফরহাদ দাবি করেন, বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা ক্যাম্পাসের নয়টি পয়েন্টে অবস্থান নিয়েছেন।
ছাত্রদলের অভিযোগ, রোকেয়া হল ও অমর একুশে হলে ব্যালটে আগে থেকে টিক চিহ্ন দেওয়া ছিল এবং খালি ব্যালটবক্স ভরে ফেলা হয়েছে। এ নিয়ে টিএসসি ও বিশ্ববিদ্যালয় ক্লাবের সামনে ছাত্রদলের বিক্ষোভ হয়। ফলাফল নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঘোষণা করা হবে, যা এলইডি স্ক্রিনে সরাসরি প্রদর্শিত হচ্ছে।
Comments