
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে ভোট গণনা। ফলাফলের অপেক্ষায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশমুখে উৎসুক জনতার ভিড় দেখা গেছে। এ পরিস্থিতিতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) অযথা ভিড় না করার অনুরোধ জানিয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ১০টা ৫০ মিনিটে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, “ডাকসু নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে ভোট গণনা চলছে। বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখে অযথা ভিড় না করার জন্য আমরা সবাইকে অনুরোধ করছি।”
সন্ধ্যায় ক্যাম্পাসে প্রতিটি ভোটকেন্দ্রের সামনে শিক্ষার্থীদের অপেক্ষার দৃশ্য দেখা গেছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে ক্যাম্পাসে থমথমে পরিবেশ বিরাজ করছে। অভিযোগ উঠেছে, ভোটগ্রহণ শেষে জামায়াত-শিবির ও বিএনপির নেতাকর্মীরা ক্যাম্পাসের বাইরে জড়ো হয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। ডিএমপি জানিয়েছে, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তারা সতর্ক অবস্থানে রয়েছে।
Comments