
নেপালে চলমান বিক্ষোভ ও সহিংসতার মধ্যে সেনাবাহিনী রাত ১০টা থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দিয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রাজারাম বসনেত এক বিবৃতিতে জানান, সহিংসতা, লুটপাট ও অগ্নিসংযোগ অব্যাহত থাকলে সেনাসহ সব নিরাপত্তা সংস্থা কঠোরভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে।
বিবৃতিতে বলা হয়, কিছু গোষ্ঠী সংকটের সুযোগ নিয়ে নাগরিক ও সরকারি-বেসরকারি সম্পত্তির ক্ষতি করছে। সেনাবাহিনী জনগণের নিরাপত্তা ও রাষ্ট্র রক্ষায় অঙ্গীকারবদ্ধ এবং সকলের সহযোগিতা কামনা করেছে। লুট হওয়া অস্ত্র রাত ১০টার মধ্যে ফেরত দেওয়ার আলটিমেটামও দেওয়া হয়েছে।
এর আগে, সেনাপ্রধান অশোক রাজ সিগদেল জাতির উদ্দেশে ভাষণে বিক্ষোভকারীদের সহিংসতা পরিহার করে আলোচনার আহ্বান জানান। সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ এবং ব্যাপক সহিংসতার প্রেক্ষাপটে সেনাবাহিনীর এই পদক্ষেপ দেশটির রাজনৈতিক সংকটকে আরও জটিল করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।
Comments