সাতকানিয়ায় দিনদুপুরে গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা থেকে তিন লক্ষ টাকা ছিনতাই

চট্টগ্রামের সাতকানিয়ায় দিনদুপুরে গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তা থেকে তিন লক্ষ টাকাসহ একটি মোবাইলফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। সোমবার (৮ সেপ্টেম্বর) আনুমানিক দুপুরবেলা আড়াইটার সময় কাঞ্চনা মনুফকিরহাট হাটের নিকটস্থ জলদাশপাড়া ব্রীজের উপর এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার অভি চৌধুরী গ্রামীণ ব্যাংক কাঞ্চনা শাখার কেন্দ্র ব্যবস্থাপক। তার নিজ বাড়ি রাঙ্গুনিয়া উপজেলায়।
স্থানীয় ও ইউনিয়ন পরিষদের তদন্ত সূত্রে জানা যায়, আনুমানিক দুপুর আড়াইটার সময় সিএনজি যোগে আসার সময় মনুফকিরহাট হাটের পূর্ব পাশের জলদাশপাড়া ব্রীজ এলাকায় দুইজন কিশোরগ্যাং অভি চৌধুরীর তিনলক্ষ টাকা ও আইফোন ছিনতাই করে নিয়ে যায়। ঘটনাটি চারদিকে চাঞ্চল্যকর সৃষ্টি হলে পুলিশ এসে ঘটনা তদন্তের জন্য অভি চৌধুরীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
স্থানীয় কয়েকজন জানান, ছিনতাইকারী চক্ররা কিশোরগ্যাংয়ের সদস্য। তারা কৌশলে টার্গেট করে ইলেক্ট্রনিক ডিভাইসের শর্ট দিয়ে এই কাজ করছে বলে শুনা যাচ্ছে।
স্থানীয়দের কেউ কেউ বলছেন, সমসাময়িক সময়ে কাঞ্চনায় ব্যাপকভাবে মাদক, কিশোর গ্যাংয়ের উপদ্রব বেড়ে গেছে। যা আগের তুলনায় অনেক বেশি। মাদক কিশোরগ্যাং এর কারণে দিনদিন অপরাধ বৃদ্ধি পাচ্ছে এবং কাঞ্চনায় সাধারণ মানুষের চলাফেরা অনিশ্চিত হয়ে দাড়াচ্ছে।
ইউনিয়ন পরিষদের তদন্তে ছিনতাইয়ের ঘটনায় কাঞ্চনার কিশোরগ্যাং ও সিএনজি চালক জড়িত থাকতে পারেন বলে ধারণা করছে।
ঘটনার বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহেদুল ইসলাম জানান, ঘটনাটির বিষয়ে আমরা কাজ করছি। কিছু তথ্য পাইছি বাকিটা যাচাই-বাছাই করতেছি। হয়ে যাবে ইনশাআল্লাহ।
Comments