
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ আবুল হোসেন (৬০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
জানাগেছে, শনিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টায় উপজেলার শিমুলবাড়ী এলাকায় এ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে রোশন শিমুলবাড়ী এলাকার নজরুল হকের ছেলে আবুল হোসেন নামের এক মাদক কারবারিকে ১০০ পিস ইয়াবাসহ তার নিজ বাড়ি থেকে হাতেনাতে গ্রেফতার করে ফুলবাড়ী থানায় নিয়ে আসে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক মাদক কারবারির বিরুদ্ধে ফুলবাড়ী থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।দুপুরে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়।
Comments