Image description

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন স্থগিত করার জন্য হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং ভিপি পদ থেকে বাদ পড়া প্রার্থী অমর্ত্য রায় জন এই রিটটি দায়ের করেন।

অমর্ত্য রায় জন দাবি করেছেন যে, তাকে অন্যায়ভাবে ভিপি প্রার্থী পদ থেকে বাদ দেওয়া হয়েছে। তবে জাকসুর গঠনতন্ত্র অনুযায়ী, কোনো অনিয়মিত শিক্ষার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না।

দীর্ঘ ৩৩ বছর পর আগামী ১১ সেপ্টেম্বর জাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে ২৫টি পদের জন্য ১৭৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। শীর্ষ দুই পদ, ভিপি ও জিএস-এর জন্য যথাক্রমে ১০ এবং ৯ জন প্রার্থী লড়ছেন।

নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন ৭টি প্যানেল ঘোষণা করেছে। এর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করা হচ্ছে- ছাত্রদল সমর্থিত প্যানেল, গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক আবদুর রশিদ জিতুর নেতৃত্বে ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’, বামপন্থি সংগঠনগুলোর ‘সম্প্রীতির ঐক্য’, ছাত্রশিবির-সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেলের মধ্যে।

এছাড়াও, আরও কয়েকটি প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীরাও নির্বাচনে অংশ নিচ্ছেন।

উল্লেখ্য, এর আগে গত ১ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ওপর হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছিলেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আপিলের পরিপ্রেক্ষিতে সেই আদেশ স্থগিত করেন আপিল বিভাগ, ফলে ৯ সেপ্টেম্বর নির্ধারিত তারিখেই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।