Image description

কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ হওয়া জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিমের ভাতিজা মোহাম্মদ আহনাফের (১৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে শহরের ১ নং ওয়ার্ডের সমিতিপাড়া সৈকত থেকে তার মরদেহ ভেসে ওঠে। 

সি-সেইফ লাইফগার্ডের মাঠ কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

রবিবার দুপুর আড়াইটার দিকে মোহাম্মদ আহনাফ তার বন্ধুদের সঙ্গে সৈকতে গোসল করতে নেমেছিলেন। এ সময় আরও দুইজন পর্যটক পানিতে তলিয়ে গেলেও দ্রুত তাদের উদ্ধার করা সম্ভব হয়েছিল। তবে আহনাফ নিখোঁজ হন। ফায়ার সার্ভিস, সি-সেইফ লাইফগার্ড এবং স্থানীয় স্বেচ্ছাসেবকরা সারারাত উদ্ধার অভিযান চালালেও তার কোনো সন্ধান মেলেনি।

কক্সবাজার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা দোলন আচার্য্য জানান, "সকালে সমিতিপাড়া পয়েন্ট থেকে আহনাফের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।"

আহনাফ ক্রিকেটার মুশফিকুর রহিমের বড় ভাইয়ের ছেলে। এই ঘটনায় তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।