Image description

বাগেরহাটে সংসদীয় আসন ও সীমানা পুনর্বহালের দাবিতে সোমবার সকাল থেকে হরতাল চলছে। এই কর্মসূচির কারণে যান চলাচল বন্ধ রয়েছে, দোকানপাটও খোলেনি, যার ফলে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছে।

সংসদীয় আসন ও সীমানা পুনর্বহালের দাবিতে রোববার জেলা সর্বদলীয় সম্মিলিত কমিটি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই হরতাল কর্মসূচি ঘোষণা করে। কমিটির পক্ষ থেকে বলা হয়, সোমবারের পর মঙ্গলবার সকল উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে এবং বুধবার ও বৃহস্পতিবার আবারও সকাল-সন্ধ্যা হরতাল পালিত হবে।

নির্বাচন কমিশন গত জুলাই মাসে ভোটার সংখ্যা কম থাকার কারণে বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসন কমিয়ে গাজীপুরে নতুন আসন করার ঘোষণা দেয়। এই ঘোষণার পর বাগেরহাটের বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে। গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন চূড়ান্ত গেজেট প্রকাশ করে, যেখানে বাগেরহাটের ৪টি আসন কমিয়ে ৩টি করা হয়।

নতুন ঘোষণা অনুযায়ী, বাগেরহাট-১ আসনে বাগেরহাট সদর, চিতলমারী ও মোল্লাহাট, বাগেরহাট-২ আসনে ফকিরহাট, রামপাল ও মোংলা এবং বাগেরহাট-৩ আসনে কচুয়া, মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলা অন্তর্ভুক্ত করা হয়েছে।