
দুটি পরিবারের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে পাবনার সদর উপজেলায় টেঁটাবিদ্ধ হয়ে আবু বকর মন্ডল (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। এই সংঘর্ষে আব্দুল আজিজ মন্ডল নামে আরেকজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার রাত সাড়ে নয়টার দিকে সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের তারাবাড়িয়ার চকপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আবু বকর এবং আহত আব্দুল আজিজ সম্পর্কে আপন চাচাতো ভাই। উভয় পরিবারে বসতভিটার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
সংঘর্ষ চলাকালে আবু বকর টেঁটাবিদ্ধ হন এবং আব্দুল আজিজ মাথায় গুরুতর আঘাত পান। তাদের উদ্ধার করে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আবু বকরকে মৃত ঘোষণা করেন। আব্দুল আজিজকে উন্নত চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও, এই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ওসি আব্দুস সালাম জানান, পুলিশ এ বিষয়ে কাজ করছে, তবে এখনো কেউ কোনো অভিযোগ দায়ের করেনি।
Comments