
বরগুনা সদর উপজেলার মোল্লা বাড়ি থেকে এক দম্পতির রহস্যজনক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে নিজেদের ঘরের মধ্যে স্বপন মোল্লার (৩২) ঝুলন্ত এবং তার স্ত্রী আকলিমার (২৭) গলাকাটা মরদেহ পাওয়া যায়। এ সময় ওই দম্পতির ৫ বছর ও ১ বছর বয়সী দুই কন্যা শিশু অক্ষত অবস্থায় ছিল।
স্বজনদের সূত্রে জানা যায়, সকালে স্বপনের পাঁচ বছর বয়সী মেয়ে সাদিয়া ঘর থেকে বের হয়ে তার ফুফুকে জানায় যে, তার মা কথা বলছেন না। এরপর পরিবারের এক সদস্য ঘরে প্রবেশ করে স্বপনের ঝুলন্ত এবং আকলিমার গলাকাটা মরদেহ দেখতে পান। তাদের চিৎকারে এলাকাবাসী এবং স্বজনরা ছুটে আসেন। পরে স্থানীয়দের খবরে পুলিশ এসে মরদেহ দুটি উদ্ধার করে।
নিহত স্বপনের ভাই কবির মোল্লা জানান, তাদের দুজনের মধ্যে মাঝে মাঝে ঝগড়া হতো। তবে এই ঘটনার পেছনের কারণ কী তা তারা জানেন না। নিহত আকলিমার বাবা মো. আব্বাসও এই ঘটনার কারণ সম্পর্কে কিছু বলতে পারেননি।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জহুরুল ইসলাম হাওলাদার বলেন, মরদেহ দুটি সুরতহাল ও ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ডিবি পুলিশ ও সিআইডি সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন। তিনি জানান, 'প্রাথমিকভাবে কী ঘটেছে তা এখনই বলা যাচ্ছে না, তদন্ত অব্যাহত রয়েছে।' প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য পুলিশ ওই বাড়িটিকে 'ক্রাইমসিন' হিসেবে ঘিরে রেখেছে।
Comments