
ফেনীর হাফেজিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে বাসের হেলপার ও সুপারভাইজার নিহত হয়েছেন। রোববার (৭ সেপ্টেম্বর) সকালে এই দুর্ঘটনা ঘটে।
মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ জানান, শ্যামলী পরিবহনের বাসটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসের হেলপার ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় সুপারভাইজার রবিউল (৩০) এবং চালককে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে রবিউলের মৃত্যু হয়। আহত চালককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নিহত সুপারভাইজার রবিউল পাবনার সাথিয়া এলাকার বাসিন্দা। হেলপারের পরিচয় এখনও জানা যায়নি। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছে।
ওসি জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাককে দ্রুত রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। পুলিশ ট্রাক চালককে আটকের চেষ্টা করছে এবং এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Comments