
মালয়েশিয়ার দুটি পৃথক অভিযানে জুয়া এবং পতিতাবৃত্তির অভিযোগে বিপুল সংখ্যক বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। মালয়েশিয়ার সংবাদ সংস্থা বারনামা জানিয়েছে, মোট ৮২৮ জন বিদেশিকে আটক করা হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি রয়েছে।
শনিবার রাতে কুয়ালালামপুরের জালান ইপোহ-এর একটি তিন তারকা হোটেলে অভিযান চালিয়ে ইমিগ্রেশন বিভাগ পতিতাবৃত্তির অভিযোগে ৩৭ জন বিদেশিকে আটক করে।
একই রাতে অন্য একটি অভিযানে কুয়ালালামপুরের একটি অনলাইন জুয়ার আখড়া থেকে ৩৭৭ জন বাংলাদেশিসহ মোট ৭৭০ জন বিদেশি নাগরিককে আটক করা হয়। মালয়েশিয়ার ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, দুই সপ্তাহের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযানটি পরিচালিত হয়েছিল।
একই রাতে নেগেরি সেম্বিলানের নিলাই এলাকায় আরেকটি বিশেষ অভিযানে ২১ জন মিয়ানমারের নাগরিককে আটক করা হয়েছে। এদের মধ্যে একজনকে ‘প্রাইমিস কেয়ারটেকার’ এবং বাকি ২০ জনকে পরিচারিকা হিসেবে কাজ করার সন্দেহে আটক করা হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। তাদের সবাইকে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য পুত্রজায়া ইমিগ্রেশন অফিসে পাঠানো হয়েছে। পাশাপাশি, তদন্তে সহযোগিতার জন্য সাতজন স্থানীয় পুরুষকে জিজ্ঞাসাবাদের নোটিশও দেওয়া হয়েছে।
Comments