জামালগঞ্জে “হাওর বাঁচাও আন্দোলনের ত্রিবার্ষিক সম্মেলন

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় হাওর বাঁচাও আন্দোলনের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জামালগঞ্জে সুনামকন্ঠ কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় জামালগঞ্জ উপজেলা হাওর বাঁচাও আন্দোলন কমিটির সভাপতি শাহানা আল আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অঞ্জন পুরকায়স্থের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক একে কুদরত পাশা, জেলা হাওর বাঁচাও আন্দোলনের সভাপতি ইয়াকুব বখত বাহলুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান, শান্তিগঞ্জ উপজেলা হাওর বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক মো. আবু সঈদ, জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব, জামালগঞ্জ বণিক সমিতির সভাপতি মো. মুজিবুর রহমান, জামালগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, হাবিবুর রহমান, জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আক্কাস মুরাদ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পাগনার হাওর পাড়ের কৃষক, সানোয়ার হোসেন,আমিন উদ্দিন, হালির হাওরের কৃষক মাখসুদুল আলম মখসুদ, আবুল কাসেম আর্মি, আলী আমজাদ, আমিনূল ইসলাম মনি, আবুল হোসেন ভূঁইয়া প্রমুখ।
প্রথম পর্বের অনুষ্ঠান শেষে দুপুর ২টায় শুরু হয় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। এসময় জেলা হাওর বাঁচাও আন্দোলনের সভাপতি ইয়াকুব বখত বাহলুলের
সভাপতিত্বতে সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে জামালগঞ্জ উপজেলা হাওর বাঁচাও আন্দোলনের নবাগত কমিটিতে জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম বিন বারীকে সভাপতি ও জামালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনকে সাধারণ সম্পাদক পদে নাম ঘোষণা করে আগামী সাত দিনের মধ্যে ৩১ সদস্য পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়।
Comments