Image description

নীলফামারী সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. মো. মফিদুল আলম খান।

উদ্বোধক হিসেবে কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারন সম্পাদক ফয়েজ উল্লাহ ফয়েজ ও প্রধান বক্তা ছিলেন যোগাযোগ বিষয়ক সম্পাদক আব্দুল আলীম।

জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শিহাবুজ্জামান চৌধুরী শিহাবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোর্শেদ আযম। কর্মী সভা সঞ্চালনা করেন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনিরুল ইসলাম মঞ্জু।

সভায় বক্তারা বলেন, আজকের এই কর্মী সভার মধ্য দিয়ে নীলফামারী সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিটি ইউনিট নতুন করে উজ্জীবিত হয়েছে। সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক কর্মকান্ড জোরদার করতে হবে। জনগণের পাশে থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে। স্বেচ্ছাসেবক দল শুধু একটি সহযোগী সংগঠন নয়, বরং জনগণের আস্থা ও আন্দোলনের অন্যতম শক্তি।

সভায় পৌর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীর উপস্থিত ছিলেন। পৌর কর্মী সভা শেষে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক  সাইফুল আলম সিদ্দিকী শান্ত ও সঞ্চালনা করেন সদস্য সচিব মোহাম্মাদ আলী নুরানী।