টাঙ্গুয়ার হাওরের দায়িত্বহীন পর্যটন ব্যবস্থাপনা দেখে আমি উদ্ধিগ্ন : মৎস্য উপদেষ্টা

সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওর পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণীসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। এ সময় হাওরে চলমান অবৈধ জাল ব্যবহার করে মাছ ধরার দৃশ্য তার নজরে আসলে জেলেদের আটক করার নির্দেশ দেন তিনি।
পরে তার নির্দেশনা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ জনকে আটক করে ৫মাস করে কারাদণ্ড দেন সহাকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু।
কারাদণ্ড প্রাপ্তরা হলেন, উপজেলার বাদাঘাট ইউনিয়নের পাতারগাঁও পাষান মিয়া (৩৫), আবুবক্কর (২০), আলী নুর (২২), নুর আহম্মদ (২৫), সোনাপুর গ্রামের উজ্জ্বল মিয়া (১৯)।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার টাঙ্গুয়ার হাওর সহ বিভিন্ন পর্যটনস্পট পরিদর্শন করেন তিনি।
পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণীসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, টাঙ্গুয়ার হাওর মাছ রক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ জায়গা এবং এটি রামসার সাইস। হাওরে অবৈধ জাল ব্যবহার মাছ ধরা হচ্ছে। অবৈধ মাছ শিকার প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করলে হাওর ও নদীতে নিষিদ্ধ জালের ব্যবহার কমবে। ফলে মাছের বংশবৃদ্ধি বাড়বে।
উপদেষ্টা আরও বলেন, টাঙ্গুয়ার হাওরের প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ হওয়ার মতো। তবে আজকে যেটা দেখে আমি উদ্বিগ্ন হলাম তা হল টাঙ্গুয়ার হাওরের অনিয়ন্ত্রিত ও দায়িত্বহীন পর্যটন ব্যবস্থাপনা। পর্যটকরা ঘুরতে এসে চিপস খেয়ে প্যাকেট ও প্লাস্টিক পানিতে ফেলে দিচ্ছে। আপনারা আনন্দ করবেন ঠিক আছে তবে মাছের ক্ষতি করে না।
এই সফরে আরও উপস্থিত ছিলেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মোহাম্মদ আব্দুর রউফ, মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর, সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. ইলিয়াস মিয়াসহ উচ্চপদস্থ কর্মকর্তারা।
Comments