
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার আমিরাবাদ এলাকায় একটি তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুতসময়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।ততক্ষণে পুরো গোডাউন ভস্মীভূত হয়ে যায়।
গোডাউনে তুলা থাকার করনে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ধোঁয়ার কুণ্ডলীতে আশপাশের এলাকায় অন্ধকার হয় যায়, এতে করে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়।।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল-আরেফিন জানান, আগুনের সূত্রপাতের মূল কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে কিছুই নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ সহ বিস্তারিত জানানো হবে। তবে প্রাথমিকভাবে জানানো যাচ্ছে গোডাউনসহ গোডাউনে থাকা মালামাল পুরো পুরে ছাই হয়ে গেছে।
Comments