Image description

বাগেরহাটে অবৈধভাবে পণ্য উৎপাদনের দায়ে একটি কসমেটিক প্রতিষ্ঠানকে দেড় লক্ষ টাকা জরিমানা ও একই সঙ্গে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বাগেরহাট বিসিক শিল্পনগরীর ভেতরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এই জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক শরিফা সুলতানা বলেন, বাগেরহাট বিসিক শিল্পনগরীর ভেতরে একটি প্রতিষ্ঠান প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই পণ্য উৎপাদন করে বাজারজাত করছিল। ১০ থেকে ১৫ টি পণ্য বিএসটিআই অনুমোদন ছাড়াই অবৈধভাবে বাজারজাত করে আসছিল। ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের অভিযোগে প্রতিষ্ঠানটিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে সিলগালা করা হয়।

অভিযান চলাকালিন সময়ে সেনাবাহিনীর একটি টহল দল উপস্থিত ছিলেন। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।