Image description

প্রায় দুই দশকের বিভেদ ভুলে নাটোরের বড়াইগ্রামে বিএনপির নেতারা ঐক্যবদ্ধভাবে এক মঞ্চে এসেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে বড়াইগ্রাম শহরে পৌর বিএনপির উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে দলের বিভিন্ন গ্রুপের নেতাদের একসঙ্গে অংশগ্রহণ কর্মী-সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে।

পৌর চত্বরে আয়োজিত জনসমাবেশে সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি ইসাহাক আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, জেলা আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট শরীফুল হক মুক্তা, জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আশরাফ আলী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বেলাল হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক মোবারক হোসেন টিপু, সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তায়েদুল হক বুলু, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুল হক বকুল এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক মাসুম রেজা।

বিএনপি কর্মী আব্দুল জাব্বার বলেন, “দীর্ঘ ২০ বছর ধরে পৌর বিএনপিতে সাবেক মেয়র ইসাহাক আলী ও সাবেক পৌর প্রশাসক শরীফুল হক মুক্তার অনুসারীদের মধ্যে বিভেদ ছিল। এই প্রথম তাদের একসঙ্গে এক মঞ্চে দেখলাম। তারা ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি দিয়েছেন, যা আমাদের মতো সাধারণ কর্মী-সমর্থকদের জন্য বিরাট আনন্দের।”

জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর প্রশাসক অ্যাডভোকেট শরীফুল হক মুক্তা বলেন, “দল ও দেশের স্বার্থে বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।” পৌর বিএনপির সাবেক সভাপতি ইসাহাক আলী বলেন, “দীর্ঘদিনের গ্রুপিং আমাদের নিজেদের এবং দলের ক্ষতি করেছে। ৫ আগস্টের পর নতুন বাংলাদেশে আমরা আর গ্রুপিং চাই না। ইনশাল্লাহ, আমরা এখন থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করব।”

নেতৃবৃন্দ আগামী দিনে গ্রুপিং ভুলে ঐক্যবদ্ধভাবে দলীয় কর্মকাণ্ড পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন, যা দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনায় নতুন গতি সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে।