Image description

ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলায় ফসলি জমি থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় পাইপগান, দুই রাউন্ড গুলি ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করেছে র‌্যাব। মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার আড়াইসিধা ইউপির দগরীসার এলাকা থেকে এই সব অস্ত্র উদ্ধার করা হয়। 

গতকাল বুধবার দুপুরে  র‌্যাব-৯, সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার অতিরিক্তি পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।   

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় দগরীসার এলাকার কামাল হোসেনের ফসলী জমিতে পাইপগান ও গুলি পড়ে রয়েছে। পরে র‌্যাব সেখানে অভিযান পরিচালনা করে জমির পাশ থেকে এসব অস্ত্র ও গুলি পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এসব অস্ত্র ও গুলি আশুগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।