Image description

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বেতকা ইউনিয়নের চাঙ্গুরী গ্রামে জোরপূর্বক এজমালি জমি দখল করে ড্রেজার দিয়ে ভরাটের চেষ্টার অভিযোগ উঠেছে ওই এলাকার শফিকুল ইসলাম এর বিরুদ্ধে। 

বুধবার (৩ সেপ্টেম্বর) সরেজমিনে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ওই জমির মালিক মোঃ সত্তর বাগজা মারা যাওয়ার পর থেকে তার ৫ ছেলে ও ৪ মেয়ের মধ্যে জমি নিয়ে পারিবারিকভাবে ঝামেলা চলছিলো। ঝামেলা মিটমাট না করে সত্তর বাগজার এক ছেলে ও তিন মেয়ে অন্যের কাছে তাদের অংশেন জমি চাংগুরী গ্রামের মতিন শেখের ছেলে শফিকুলের কাছে  বিক্রি করে দেয়। এখন শফিকুল পুরো সম্পত্তি জোর করে দখল করে বেরা দিয়ে ভরাটের চেষ্টা করছে। 

এদিকে সত্তর বাগজার মেয়ে হালেমা বেগম জানান,আমরা ৫ ভাই ৪ বোন। বেতকা ইউনিয়নের চাঙ্গুরী গ্রামের কান্দারপাড়া মৌজার ৩৩ শতাংশ জমির মালিক আমার বাবা। বাবা মারা যাওয়ায় ওয়ারিশ সুত্রে এখন এই জমির মালিক আমরা ৯ ভাই বোন। আমার ৩ ভাই প্রবাসে থাকায় কাউকে না জানিয়েই আমার ৩ বোন ও ১ ভাই জমিটি এই এলাকার শফিকুল ইসলাম নামের এক ব্যক্তির কাছে বিক্রি করে দেয়। পরবর্তীতে আমি বিষয়টি জানতে পেরে শফিকুল কে অনেক বার বুঝিয়ে বলেছি এখনো এই জমির ভাগ বাটোয়ারা কিংবা বন্টননামা হয় নাই। আপনি যাদের কাছ থেকে এই জমি কিনেছেন তারা এই জমির একা মালিক না। কিন্তু তিনি কিছুতেই আমাদের কথা শোনছেনা। তিনি এখন ড্রেজার দিয়ে জমি ভরাট করার জন্য চারিদিকে বেরা দিয়ে রেখেছে। যেহেতু শফিকুল আমাদের কথা শোনছেন না তাই আমরা আইনি সহায়তা নিবো। আমরা ইতি মধ্যে সহকারী কমিশনার ভুমি টঙ্গিবাড়ী এর বরাবর লিখিত অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছি। 

এ বিষয়ে কথা বলতে শফিকুল এর কাছে গেলে তিনি বক্তব্য দিতে রাজি হয়নি।

টঙ্গিবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসিফ বলেন, এখনো পর্যন্ত কোনো পক্ষই আমাদের কাছে আপত্তি  জানায়নি। কেউ যদি আপত্তি জানায় তাহলে আমরা আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।