
মাদারীপুরের শিবচরে ময়নাকাটা নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আলিফ সরদার নামে (৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে শিবচর পৌরসভার যাদুয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আলিফ একই এলাকার বিল্পব সরদারের ছেলে ও স্থানীয় আল কারীম ইসলামি কিন্ডারগার্টেনের নার্সারী বিভিগের শিক্ষার্থী।
পরিবার ও স্থানীয়রা জানায়, বুধবার সকালে স্কুল শেষে বাড়িতে আসে আলিফ। পরে খাবার খেয়েৎ বন্ধুদের সাথে বড়শি নিয়ে বাড়ির পাশের ময়নাকাটা নদীতে মাছ ধরতে যায় সে। এ সময় পা পিছলে নদীর পানিতে পড়ে যায় আলিফ। সাথে থাকা অন্য বন্ধুরা চিৎকার-চেচামেচি শুরু করলে স্থানীয়রা এগিয়ে এসে আলিফকে খোঁজাখুঁজি শুরু করে। ঘন্টাখানেক পরে ভাসমান অবস্থায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করে শিবচর ১০০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন স্বজনরা। পরে পরীক্ষা নিরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুরের শিবচর ১০০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. এম এ আজাদ জানান, শিক্ষার্থীকে হাসপাতালে আনার অনেক আগেই মৃত্যু হয়।
Comments