Image description

ফরিদপুরের বোয়ালমারীতে জুয়ার বোর্ড থেকে ইয়াবাসহ ৩জন মাদক কারবারিকে আটক করেছে যৌথবাহিনী। মঙ্গলবার দিবাগত রাতে (২ সেক্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল অভিযান পরিচালনা করে। 

অভিযানে গুনবহা ইউনিয়নের গুনবহা গ্রাম থেকে, জুয়ার বোর্ড থেকে ১০০ ইয়াবা বড়ি, ১১ বান্ডিল তাস, ৩টি মোবাইল নগদ ২৬৫২০ টাকা সহ হাতেনাতে তাদেরকে আটক করেন যৌথবাহিনী।  

আটককৃত ব্যক্তিরা হলো; গুনবাহা গ্রামের হালিম মোল্যার ছেলে রাজ্জাক মোল্যা (৪২), নয়নীপাড়া গ্রামের ভিকু শেখের ছেলে জিহাদ সেখ (৩০), গুড়দিয়া গ্রামের রুস্তুম কাজীর ছেলে এসকেন্দার কাজী (৪৫)। আটকের ঘটনায় বোয়ালমারী থানার এসআই মো. শিমুল মোল্যা (নিরস্ত্র) বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলা নাম্বার ৮।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত সমাজ গড়তে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে এলাকাবাসীর তথ্য ও সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। আটককৃত আসামিদের বুধবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।