
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির নেতা কর্তৃক নারী শিক্ষার্থীর বিরুদ্ধে গণধর্ষণের হুমকি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্থা এবং সারাদেশে নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে সাইবার বুলিংয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রদল।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজসহ শতাধিক নেতাকর্মী।
মিছিলে নেতাকর্মীরা ‘জিয়ার সৈনিক, এক হও লড়াই করো’, ‘শিক্ষা সন্ত্রাস, একসাথে চলে না’, ‘ছাত্রদলের অঙ্গীকার, নিরাপদ ক্যাম্পাস’ ইত্যাদি স্লোগান দেন।
রাশেদুল ইসলাম রাশেদ বলেন, “দীর্ঘ ১৬ বছর ছাত্রশিবিরের কোনো কমিটি ইবিতে ছিল না। ফ্যাসিস্ট হাসিনার পতনের পর হঠাৎ তারা সক্রিয় হয়ে উঠেছে। তারা ধর্ষণ, হামলা ও নির্যাতনের মাধ্যমে মুক্তিকামী জনতাকে ভীতি প্রদর্শন করছে। অন্তর্বর্তী সরকারের কাছে দাবি, এদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।” তিনি সাজিদ হত্যার সন্দেহভাজনদের গ্রেফতারের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবির নেতা আলী হাসান ফাহমিদা আলম নামে এক নারী শিক্ষার্থীকে গণধর্ষণের হুমকি দিয়েছেন, যিনি ছাত্রশিবিরের ডাকসু প্রার্থীর বিরুদ্ধে রিট করেছিলেন। এ ধরনের হুমকি গ্রহণযোগ্য নয়। আমরা নিরাপদ ক্যাম্পাস চাই, যেখানে শিক্ষার্থীরা নির্ভয়ে চলাচল করতে পারে।” তিনি ছাত্রশিবিরকে তাদের কার্যক্রম সংশোধনের আহ্বান জানান এবং সাজিদ হত্যার বিচার দাবি করেন।
ছাত্রদল নেতারা অন্তর্বর্তী সরকারের কাছে অভিযুক্তদের গ্রেফতার ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
Comments