
দিনাজপুরের ঘোড়াঘাটে সরকারি নির্ধারিত দামে সাধারণ মানুষের মাঝে আটা বিক্রয়ের কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে ৯ টায় খাদ্য অধিদপ্তর কতৃক পরিচালিত স্থানীয় পৌরসভার পুরাতন বাজারে এম.এর ইন্টারপ্রাইজ নামে ওএমএস ডিলারের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য কর্মকর্তা নাহিদা আক্তার, সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন, খাদ্য পরিদর্শক জসেফ হাসদা,ব্যবসায়ী মেজবাহুল ইসলাম, ডিলারের স্বত্বাধিকারী রাফছানজানী শুভ সহ আরও অনেকে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকার ন্যায্যমূল্যে খাদ্যপণ্য মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তারই অংশ হিসেবে আজ থেকে ওএমএস ডিলারের মাধ্যমে আটা বিক্রয় শুরু হলো। সাধারণ মানুষ যাতে ন্যায্যমূল্যে আটা কিনতে পারে সেজন্য প্রশাসন নিয়মিত তদারকি করবে।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, খাদ্য বিভাগের কর্মকর্তা, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রতিদিন নির্দিষ্ট সময় পর্যন্ত নির্ধারিত পরিমাণ আটা বিক্রি করা হবে এবং যে কেউ লাইনে দাঁড়িয়ে প্রয়োজন অনুযায়ী কিনতে পারবেন। ২৪ টাকা দরে ভোক্তাপ্রতি ৫ কেজি করে আটা ক্রয় করতে পারবে।
Comments