Image description

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী বেপরোয়া অটোরিকশার ধাক্কায় নিহত হয়েছেন। মৃত শিক্ষার্থীর নাম মো. ইফতেখারুল ইসলাম। তিনি ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারের ঢাকা-রাজশাহী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতেখারুল তার এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে করে বিনোদপুর বাজারের দিকে যাচ্ছিলেন। হঠাৎ একটি অটোরিকশা ইউ-টার্ন নেওয়ার সময় তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ইফতেখারুল মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন।

গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর তার মরদেহ মর্গেন পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীরা দুর্ঘটনার জন্য অটোরিকশার চালকের বেপরোয়া গতিকে দায়ী করেছেন। তাদের দাবি, চালক হঠাৎ করে উল্টো দিকে মোড় নেওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, ঘটনার পরপরই পুলিশ অটোরিকশার চালককে আটক করেছে। তার বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা করা হবে।