
২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বৃহস্পতিবার আপিল বিভাগের রায় ঘোষণা করা হবে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ছয় সদস্যের বিচারপতির বেঞ্চ এই রায় দেবেন।
এই মামলার তৃতীয় ধাপে, গত ১২ জানুয়ারি হাইকোর্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর-সহ সব আসামিকে খালাস দিয়েছিলেন। হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে। গত ১৭ জুলাই আপিলের শুনানি শুরু হয়েছিল এবং ২১ আগস্ট তা শেষ হয়।
তারেক রহমানের আইনজীবীরা এই মামলায় ন্যায়বিচার প্রত্যাশা করছেন। অন্যদিকে, লুৎফুজ্জামান বাবরের আইনজীবীর মতে, রাজনৈতিক উদ্দেশ্যে পরিচালিত তদন্ত ২১ আগস্টের মামলাকে ভিন্ন খাতে চালিত করেছে।
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। এতে ২৪ জন নিহত এবং শতাধিক নেতা-কর্মী আহত হন।
Comments