Image description

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে একটি বড় পরিবর্তন আসছে। খুব শিগগিরই ব্যবহারকারীরা ফোন নম্বর ছাড়াই শুধু ইউজারনেম ব্যবহার করে একে অপরকে খুঁজে বের করতে এবং বার্তা পাঠাতে পারবেন। বর্তমানে অ্যান্ড্রয়েডের বেটা সংস্করণে এই সুবিধাটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে।

যেভাবে কাজ করবে এই নতুন ফিচার-

ইউজারনেম তৈরি: প্রত্যেক ব্যবহারকারীকে একটি স্বতন্ত্র ইউজারনেম তৈরি করতে হবে, যেখানে অন্তত একটি বর্ণ থাকতে হবে। নির্দিষ্ট নিয়ম মেনে ইউজারনেম সেট করতে হবে যাতে কোনো ধরনের বিভ্রান্তি বা প্রতারণার সুযোগ না থাকে।

যোগাযোগের পদ্ধতি: চ্যাট ট্যাবের নতুন সার্চ অপশনে গিয়ে ইউজারনেম লিখে অনুসন্ধান করলেই অন্য ব্যবহারকারীর প্রোফাইল দেখা যাবে। এরপর সরাসরি তাদের সঙ্গে চ্যাট শুরু করা যাবে।

এন্ড-টু-এন্ড এনক্রিপশন: এই নতুন পদ্ধতির মাধ্যমে পাঠানো সব বার্তা, ছবি, ভয়েস মেসেজ এবং অন্যান্য ফাইল এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুরক্ষার আওতায় থাকবে।

অচেনা বা অনাকাঙ্ক্ষিত কোনো ব্যক্তির মেসেজ থেকে ব্যবহারকারীদের সুরক্ষিত রাখতে হোয়াটসঅ্যাপে একটি "ইউজারনেম কি" সুবিধা যুক্ত করা হচ্ছে। এই ব্যক্তিগত কোডটি ব্যবহার না করলে কেউ প্রথম বার্তা পাঠাতে পারবে না। ব্যবহারকারী চাইলে এই নিরাপত্তা ব্যবস্থা চালু বা বন্ধ রাখতে পারবেন। এছাড়া, স্প্যাম ও নিয়ম ভঙ্গকারীদের শনাক্ত করে ব্লক করার জন্য হোয়াটসঅ্যাপ একটি নতুন অ্যালগরিদম ব্যবহার করবে।

ফিচারটি কবে থেকে সবার জন্য উন্মুক্ত করা হবে, সে বিষয়ে মেটা এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তবে এটি বেটা সংস্করণের চূড়ান্ত ধাপে রয়েছে, তাই ধারণা করা হচ্ছে আগামী কয়েক মাসের মধ্যেই এটি সবার জন্য উন্মুক্ত করা হতে পারে। উল্লেখ্য, এই ফিচারটি ঐচ্ছিক। যাদের ইচ্ছে তারা আগের মতোই ফোন নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন।