Image description

ঝিনাইদহে সদর উপজেলার কেশবপুর গ্রাম থেকে এক ব্যবসায়ীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই ব্যবসায়ীর নাম তোয়াজ উদ্দিন শেখ। বুধবার রাতে তার ঘরের তালা ভেঙে হাত-পা বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে তোয়াজ উদ্দিনের ঘর থেকে দুর্গন্ধ বের হলে এলাকাবাসী তার স্বজনদের খবর দেয়। স্বজনরা জানালা দিয়ে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের তালা ভেঙে লাশটি উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। তবে সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, ঘরের দেয়ালে লেখা ছিল যে মহানবী (সা.)-কে কটূক্তি করার কারণে তাকে হত্যা করা হয়েছে। যদিও পুলিশ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

জানা গেছে, নিহত তোয়াজ উদ্দিন শেখ গত সপ্তাহে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন। স্ত্রী-সন্তান না থাকায় তিনি একাই বাড়িতে থাকতেন। গত সোমবারের পর থেকে তাকে আর কেউ প্রকাশ্যে দেখেনি।