Image description

টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে সোমবার থেকে সুন্দরবন আবারও জেলে, বনজীবী এবং পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। বন বিভাগের অনুমতি নিয়ে আজ থেকে সংশ্লিষ্টরা সুন্দরবনে প্রবেশ করতে পারবেন। ফলে বিশ্বের অন্যতম বৃহত্তম এই ম্যানগ্রোভ বন আবার পর্যটকদের আনাগোনায় মুখরিত হয়ে উঠবে।

সুন্দরবনের ওপর নির্ভরশীল জেলে এবং পর্যটন ব্যবসায়ীরা এই দীর্ঘ প্রতীক্ষার পর স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। বাগেরহাটের শরণখোলা উপজেলার জেলে পল্লীতে এরই মধ্যে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। জেলেরা তাদের নৌকা ও ট্রলার মেরামত করে প্রথম দিনেই সুন্দরবনে প্রবেশের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে, পর্যটন ব্যবসায়ীরাও তাদের ট্যুরিস্ট বোটগুলো প্রস্তুত করে তুলেছেন, এই দীর্ঘ বিরতির পর তারা পর্যটকদের বিপুল আগমনের আশা করছেন।

বন বিভাগ সূত্রে জানা গেছে, মৎস্য ও বন্যপ্রাণীর প্রজনন মৌসুম হওয়ায় প্রতি বছরের মতো এবারও ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে সব ধরনের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের স্টেশন কর্মকর্তা মো. খলিলুর রহমান বলেন, নিষেধাজ্ঞা শেষে আজ ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনে প্রবেশের অনুমতি দেওয়া হবে। এ উপলক্ষে গত ২৭ আগস্ট পেশাজীবীদের নিয়ে একটি সচেতনতামূলক সভার আয়োজন করা হয়েছিল, যেখানে তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।