Image description

পাবনার ঈশ্বরদী উপজেলার মানিকনগর গ্রামে আভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে ছাত্রদল নেতা রাব্বি মালিথার অফিস ও বাড়িতে ভাংচুর, গুলিবর্ষণ এবং দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (৩০ আগস্ট) রাত ৭টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, যুবদল কর্মী নবী, রতন ও পলাশের সঙ্গে জিয়া সাইবার ফোর্স উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক রাব্বি মালিথার পূর্ব শত্রুতার জেরে এ হামলা চালানো হয়। হামলাকারীরা রাব্বির ব্যক্তিগত অফিস ও বাড়িতে ভাংচুর চালায়, দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় এবং কয়েক রাউন্ড গুলি ছোড়ে, যা এলাকায় আতঙ্ক ছড়ায়।

রাব্বি মালিথা বলেন, “পলাশ, নবী ও রতন আমার অফিস ও বাড়িতে হামলা ও লুটপাট চালিয়েছে। আমি এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।”

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অ. স. ম আব্দুন নূর জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।