আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

"নিজ আঙিনা পরিস্কার রাখি, ডেঙ্গু মুক্ত আত্রাই গড়ি" এ প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
প্রথমে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বাহির করা হয়। পরবর্তীতে উপজেলা পরিষদ মাঠ, উপজেলা মসজিদ চত্বর পরিষ্কার করা হয়। এ সময় প্রতিমাসের প্রথম সপ্তাহে পরিষ্কার-পরিচ্ছন্নতার অভিযান অব্যাহত থাকবে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এসময় উদ্বোধন অনুষ্ঠানে উপজেলায় অতিরিক্ত দায়িত্বে থাকা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান, উপজেলা সহকারী (ভূমি) নূরে আলম সিদ্দিকী, উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার, প্রকৌশলী নিশিত কুমার, সিনিয়র মৎস্য কর্মকর্তা মাকসুদুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা সোহেল রানা, যুব উন্নয়ন কর্মকর্তা এস.এম নাসির উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি.এম কামরুজ্জামান কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাপলা আক্তার, একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার, ইউনিয়ন চেয়ারম্যানগণসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
Comments